কিডনি বিক্রি করতে চান বেকার যুবক, পোস্ট ফেসবুকে

বেকারত্বের জ্বালা আর সইতে না পেরে নিজের একটা কিডনি বিক্রি করে চান শাসনের এক স্নাতক যুবক। এই মর্মে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রফিকুল ইসলাম। উত্তর চব্বিশ পরগনার বারাসত ২ নম্বর ব্লকের শাসনের খড়িবাড়ির বাসিন্দা রফিকুল। দীর্ঘদিন ধরেই তিনি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা দিয়ে চলেছেন, কিন্তু চাকরি জোটেনি। আত্মহননের পথে না গিয়ে একটি কিডনি বিক্রি করে পেট চালাতে চান বলে জানিয়েছেন রফিকুল। 

রফিকুল সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রীকে ফেসবুকে পোস্ট করে তাঁর সমস্যা জানিয়েছেন। তিনি লিখেছেন, সম্মানীয় স্বাস্থ্যমন্ত্রী, বেকারত্বের জ্বালা আমি আর সইতে পারছি না। আমি আমার একটি কিডনি বিক্রি করতে চাই, ন্যায্যমূল্য পেলে বিক্রিই করব, আমাকে সাহায্য করুন। এই পোস্ট এলাকার মানুষ দেখতে পেয়েই সকালের রফিকুলের কাছে আসেন। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করলে তিনি জানান, রফিকুল তাঁকে এই বিষয়ে কিছু জানাননি।  

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم