কৃষি আইন নিয়ে কংগ্রেসের মিছিল ঘিরে ধুন্ধুমার ধর্মতলা

কৃষি আইনের বিরোধিতায় প্রদেশ কংগ্রেসের মিছিল ঘিরে ধুন্ধুমার। শুক্রবার সকালে কলেজস্ট্রিট থেকে রাজভবন পর্যন্ত প্রদেশ কংগ্রেসের তরফে একটি মিছিল করা হয়। বিক্ষোভকারীরা ধর্মতলার মোড়ের কাছে পৌঁছতেই বাধা দেন পুলিশ বাহিনী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানান, পুলিশ দিয়ে তাঁদের আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হলে তাঁরা পালটা জবাব দেবেন। এরপরই  দু'পক্ষের ধস্তাধস্তিতে উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর। পুলিশের ব্যারিকেড ভেঙে পুলিশের সঙ্গেই কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। পরে ডিসি সাউথের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে শেষ পর্যন্ত রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন অধীর রঞ্জন চৌধুরী ও অন্যান্য কংগ্রেস নেতারা। উত্তেজনা যাতে না ছড়ায় তার জন্য রাজভবন পর্যন্ত মোতায়েন করা হয় পুলিশ।  

এই ঘটনার প্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আমাদের লাগাতার আন্দোলন চলবে। প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে কংগ্রেস বিরোধিতা করে এসেছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এদিন আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে। তবে বিজেপিকে রুখতে ও কৃষি আইন প্রত্যাহারের জন্য কংগ্রেসের তরফে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হয়নি। যদি উনি কংগ্রেসের সঙ্গে আসেন তবে তা জানিয়ে দেওয়া হবে। '                        

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم