চেন্নাইয়ে উইকেটের পিছনে কে?

ঋষভ পন্থ অস্ট্রেলিয়াতে শেষ টেস্ট জয়ের অন্যতম কারিগর, এখন তিনি জাতীয় হিরো তাঁকে বাদ দিয়ে ভারতীয় দল ভাবাই যায় না। কিন্তু প্রশ্ন উঠেছে ভারতের পিচ নিয়ে এবং অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছা নিয়ে। অস্ট্রেলিয়ার পিচ দ্রুতগামী ফলে যে কোনও উইকেটকিপার উইকেটের ২০ গজ পিছনে দাঁড়ালে ফাস্ট বোলারের বল ধরতে পারেন, যদিও স্পিনের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়ে থাকে বল বাউন্স করার জন্য। এবারে পন্থের কিন্তু উইকেটের পিছনে অনেক ক্ষেত্রেই ত্রুটি ধরা পড়েছিল। অন্যদিকে ঋদ্ধিমান এখন বিশ্বের সেরা কিপার। 

কোহলি বরাবরই ঋদ্ধির উপর ভরসা রাখেন। সমস্যা চেন্নাইয়ের পিচ নিয়ে। আজ অবধি চিরকালই চেন্নাইয়ের পিচে দ্বিতীয় দিন থেকেই স্পিন ধরে। শেষ দুই দিন ব্যাটসম্যানদের এই স্পিনের মুখে খেলতে খুবই অসুবিধা হয়। অবশ্যই দলে ফিরছেন অশ্বিন এবং জাদেজা। এই ক্ষেত্রে তুখোড় কিপার না থাকলে ক্যাচ কিংবা স্ট্যাম্প করতে অসুবিধা হওয়ার কথা। এবার প্রশ্ন পন্থ কি শুধু ব্যাটসম্যান হিসাবে দলে আসবেন নাকি দুটি কাজই করতে হবে তাঁকে?  

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم