বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন ফাওলার

চলতি আইএসএলের খারাপ রেফারিং নিয়ে একাধিকবার সবর সরব হয়েছিলেন রবি ফাওলার। এবার রেফারিরাই তাঁর বিরুদ্ধে সরব হলেন। তবে এক কিংবা দুইজন নয়, প্রায় চার-পাঁচজন রেফারি লাল-হলুদের কোচ রবি ফাওলারের বিরুদ্ধে অভিযোগ এনে চিঠি দিলেন ফেডারেশনের ‘ডিসিপ্লিনারি’ কমিটির কাছে। ফলে ফেডারেশনের কর্তারা শোকজ ছাড়াই সরাসরি শুনানির জন্য তলব করলেন ফাওলারকে, যা এই মরশুমের আইএসএলে কোনও কোচের ক্ষেত্রে প্রথমবার। যদিও এর আগে এক ম্যাচে লাল কার্ড দেখতে হয়েছিল ম্যাচ পরিচালনায় থাকা রেফারির থেকে। ফলে এক ম্যাচ নির্বিসিত হয়ে ডাগ আউটের বাইরে ছিলেন তিনি। এরপর রেফারিরা তাঁর বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করায় ফেডারেশনের ‘ডিসিপ্লিনারি’ কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। এছাড়াও গত ম্যাচের ম্যাচ রেফারি ফাওলারের বিরুদ্ধে বর্ণবিদ্যেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছেন বলেও জানা যাচ্ছে। সবমিলিয়ে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন রবি ফাওলার। সূত্রের খবর, চলতি সপ্তাহের বুধবার সন্ধেয় শুনানি হবে। সেখানেই তাঁর বিরুদ্ধে তোলা রেফারিদের অভিযোগ নিয়ে অলোচনা হবে।  

ফেডারেশনের তরফে বক্তব্য হল, রেফারির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে, তাহলে নির্দিষ্টভাবে অভিযোগ জানানোর পদ্ধতি রয়েছে। তা খতিয়ে দেখার পর অবশ্যই পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু কোনও কোচ বা অফিসিয়াল প্রকাশ্যে রেফারি কিংবা ম্যাচ কমিশনারের সমালোচনা করতে পারেন না। আর তাই শোকজ ছাড়াই সরাসরি শুনানিতে তলব। এছাড়া আইএসএল সব দলের কোচ ও ফুটবলাররা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন। তাই ফাওলারকে ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের সামনে গিয়ে হাজিরা দিতে হবে না। সম্পূর্ণ শুনানিটি হবে ভার্চুয়ালি।   


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم