ক্রিকেটকে বিদায় জানালেন ‘নৈছনপুর এক্সপ্রেস’



মঙ্গলবার সন্ধ্যায় সিএবিতে সাংবাদিক বৈঠকে ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন বাংলার গত এক দশকের সেরা পেসার অশোক দিন্ডা। কার্যত কেরিয়ারে এখানেই ইতি টানলেন তিনি। রঞ্জি ট্রফি বাতিলের পরই অবসরেরে সিদ্ধান্ত নিলেন দিন্ডা। বাংলার হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন তিনি। 

২০০৯ সালের নাগপুরে ভারতের জার্সি গায়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল দিন্ডার। জাতীয় দলের হয়ে ৯টা টি-টোয়েন্টি ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন। ২০১০ সালে ওয়ান ডে ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর। দেশের হয়ে ১৩টা ওয়ানডে খেলতে নেমে ১২ টা উইকেট নিয়েছিলেন ডিন্ডা।যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা পেয়েছিলেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ হয়নি। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ছাড়াও দিল্লি ডেয়ারডেভিলস, পুনে ওয়ারিয়র্স, রাইজিং পুনে সুপারজায়েন্ট ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন দিন্ডা।আইপিএলে ৭৮ ম্যাচে ৬৯ উইকেট নিয়েছেন। সেরা ছিল ৪ উইকেটে ১৮ রান। মোট ১১৬টি ম্যাচ খেলে ৪২০ উইকেট পেয়েছেন। সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের দিনে দিন্দার মুখে সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে অশোক ডিন্ডা বলেছেন, দাদার জন্যই আসতে পেরেছি এত দূর।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم