কাতার বিশ্বকাপ দেখা যাবে স্টেডিয়ামে বসেও

করোনা অতিমারির জেড়ে বিশ্বজুড়ে স্থগিত হয়েছিল একাধিক টুর্নামেন্ট। তবে নিউ নর্মালে দর্শকশূন্য স্টেডিয়ামে শুরু হয়েছে বিভিন্ন ধরনের খেলার আসর। এবার ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা ‘ফিফা’। ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপ হবে গ্যালারি ভর্তি দর্শক নিয়ে। এমনটাই জানালেন, ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

জেনেভার এক ভার্চুয়াল সম্মেলনে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট। সেখানেই তিনি জানিয়েছেন, ‘২০২২ সালের বিশ্বকাপে একটা ম্যাজিক থাকবে, ফুটবল বিশ্বকে আরও আশ্চর্যজনক করে তুলবে। যা ফুটবলকে আকর্ষণীয় করবে দর্শকদের কাছে’। এছাড়া ফিফার এক সচেতনামূলক অভিযানে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্যসংস্থা যোগদান করেছে। কারণ ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী ফুটবলাররা জরুরি ভিত্তিতে করোনা প্রতিষেধক পাওয়ার কোন আশা নেই। তাই করোনাভাইরাসের বিরুদ্ধে সকলকে একজোট হয়ে লড়ার বার্তা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم