করোনার জেরে বাতিল হল অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকা সিরিজ

ক্রিকেট প্রেমীদের কাছে দুসংবাদ, বাতিল হল অজিদের দক্ষিণ আফ্রিকা সফর। ভারতের কাছে ঘরের মাটিতে হেরে টেস্ট চ্যাম্পিয়ান্স ফাইনালের দৌড়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ডেভিড ওয়ার্নাররা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে মরিয়া ছিল অজিরা। তবে দক্ষিণ আফ্রিকা সফর বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ল তাঁরা।
সোমবার অস্ট্রেলিয়া দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কারণে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় দফায় সংক্রমণ শুরু হয়েছে। চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করার পর এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এই মুহূর্তে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় যাওয়া হলে তা ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের স্বাস্থ্য-নিরাপত্তা হানি করতে পারে। এটা সকলের পক্ষেও বিপজ্জনক’। প্রায় নিশ্চিত অস্ট্রেলিয়া দল আর কোন ভাবেই টেস্ট চ্যাম্পিয়ন শিপের শীর্ষে অথবা দুই নম্বরে পৌঁছাতে পারবে না। তৃতীয় স্থানে থাকা তাঁদের পয়েন্ট ৬৯.২। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৭০ ও ৭১.৭ শতাংশ পেয়ে প্রথম স্থানে রয়েছে ভারত।  ৫ ফ্রেব্রুয়ারি থেকে ভারত সঙ্গে ইংল্যান্ডেরের শুরু হচ্ছে চার ম্যাচের টেস্ট সিরিজ।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم