'বাপকে গিয়ে বল', অভিষেকের কথার জবাব দিলেন শুভেন্দু

'বাপকে গিয়ে বল, বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি। যা করার কর। আয়।’ শুভেন্দু-অভিষেক তরজা এবার নেমে এল তুই-তোকারি, বাবা তুলে হুমকির পর্যায়ে। শনিবার কাঁথিতে যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে নিশানা করেন শুভেন্দুকে। সেখানেই জনসভায় তিনি বলেন, 'এখানে আমার সভা আছে সাত-আটদিন আগে বলেছিলাম। অনেকে ফেসবুকে আবার ভিডিও ছাড়ছে যাতে আমি ভয়ে এখানে না আসি। ভাবছে, হয়তো আমাকে ভয় দেখাবে। এমনিতে জোকারের মতো মুখ, তার ওপর আবার বড় বড় কথা। আমাকে বলছে এলে দেখে নেব। তোর বাপকে গিয়ে বল, বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি যা করার কর। হিম্মত আছে? এই মেদিনীপুরের মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে যাচ্ছি।’

এর জবাবে শুভেন্দু ফেসবুকে অভিষেকের এই মন্তব্য পোস্ট করে বলেছেন, 'কাঁথির জনসভা থেকে বাংলার সংস্কৃতি!' উল্লেখ্য, একদিকে সভার পর সভায় শুভেন্দু ভাইপো তোলাবাজ বলে তোপ দেগে চলেছেন। পাল্টা অভিষেককে ঘুষখোর বলে আক্রমণ। একেবারে ব্যক্তিগত পর্যায়ের এই উতোরচাপান ভোট রাজনীতিতে একটা নতুন সংযোজন। এনিয়ে দুজনেই মামলা দায়ের করেছেন একে অপরে বিরুদ্ধে। অভিষেকের স্ত্রীর নাম করে শুভেন্দুর আক্রমণের জবাবে পাল্টা নারদা কর্তার চিঠি হাতে শুভেন্দুকে ঘুষখোর বলছেন অভিষেক। সেই তরজায় শনিবার নতুন প্রসঙ্গ জুড়ল বাবা টেনে কথা বলায়। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم