বেআইনিভাবে মজুত রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগল গড়ফার বিবেকানন্দ সরণীর একটি ঝুপড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিসের মদতেই এই ঝুপড়িতে মজুত রাখা হত রাষ্ট্রায়ত্ব সংস্থার গ্যাস। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় জখম দুজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়।
বেআইনিভাবে মজুত রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগল গড়ফার ঝুপড়িতে
byCalcutta News
0
تعليقات
إرسال تعليق
Thank You for your important feedback