বৃষ্টি হতে পারে সপ্তাহের শেষে, বাড়বে ঠান্ডা

আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্র জানানো হচ্ছে, বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শনিবারের পর থেকে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নামতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মেঘাচ্ছন্ন থাকার কারণে তাপমাত্রা বৃহস্পতি ও শুক্রবার ঊর্ধ্বমুখী থাকবে। শনিবার থেকে বৃষ্টির কারণে তাপমাত্রা নিম্নমুখী হবে। অর্থাৎ আপাতত শীত বঙ্গে থাকবে এমনটাই আভাস দিচ্ছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭  ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ  তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم