হলদিয়ায় ৪ বড় প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন মোদির

গ্যাস নির্ভর অর্থনীতি এখন দেশের সবচেয়ে বেশি প্রয়োজন। বাংলা সহ পূর্বভারত উপকৃত হবে এমন কিছু প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। এতে সড়ক ও গ্যাসের কানেকটিভিটি বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার হলদিয়ায় কেন্দ্রীয় সরকারি চারটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস কেন। মোদি বলেন, এই প্রকল্পের ফলে জীবনযাত্রা ও ব্যবসার সুবিধা হবে। এইসব প্রকল্প হলদিয়াকে দেশের আধুনিক আমদানি-রফতানি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।
রবিবার হলদিয়ায় ভারত পেট্রোলিয়ামের এলপিজি আমদানি টার্মিনাল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের দ্বিতীয় 'ক্যাটালিটিক আইসো-ডিওয়াক্সিং' ইউনিটের শিলান্যাস করেছেন তিনি৷ এর আনুমানিক খরচ ১ হাজার ১৯ কোটি টাকা৷ কর্মসংস্থানের সম্ভাবনা প্রায় ২ হাজার ২০০ লোকের। আনুমানিক খরচ ১ হাজার ১০০ কোটি টাকা। উদ্বোধন হয়েছে রানিচকে ৪১ নম্বর জাতীয় সড়কে চার লেনের উড়ালপুল। এছাড়াও ঝাড়খণ্ড থেকে দুর্গাপুর পর্যন্ত পাইপলাইন 'প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস' প্রকল্পের শিলান্যাস করেছেন মোদি। ২ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পে রাজ্যে এই প্রথম গেইলের প্রকল্প এল।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم