১ মার্চ পর্যন্ত রাকেশ সিংয়ের পুলিশ হেফাজত

বুধবার আলিপুর আদালতে বিজেপি নেতা রাকেশ সিংকে হাজির করানো হয়। তাঁর বিরুদ্ধে মাদক আইনের একাধিক ধারা যুক্ত করেছিল পুলিশ। এদিন দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক রায়দান কিছু সময়ের জন্য স্থগিত রাখেন। পরে সন্ধ্যা ৬টা নাগাদ বিচারক রাকেশ সিংকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। উল্লেখ্য, বিজেপি নেত্রী পামেলা গোস্বামী অভিযোগ করেন, রাকেশ সিং তাঁর বিরুদ্ধে চক্রান্ত করেছেন। যদিও পামেলাকে মাদক সহ গ্রেফতার করেছিল পুলিশ। এরপরই মঙ্গলবার সকাল থেকেই রাকেশকে গ্রেফতার করতে এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর চেষ্টা করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। এমনকি হাইকোর্টেও জামিনের আবেদন করেন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরে মঙ্গলবার রাতেই তাঁকে পূর্ব বর্ধমানের গলসি থেকে গ্রেফতার করে পুলিশ। বুধবারই তাঁকে কলকাতায় এনে আলিপুর আদালতে হাজির করেছিল পুলিশ।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم