শহর জুড়ে পড়ল #RemoveAtk পোস্টার

এটিকে-মোহনবাগান চলতি মরশুমের আইএসএলে দুরন্ত ফর্মে থাকলেও, ক্ষোভের আগুন জ্বলছে এটিকে-মোহনবাগান সমর্থকদের মধ্যে। এটিকে-র সঙ্গে সংযুক্তিকরণ নিয়ে একেবারেই খুশি নন মেরিনার্সরা। শতাব্দীপ্রাচীন ক্লাব মোহনবাগানের ঐতিহ্যে ফিরিয়ে আনতে এতদিন সোশাল মিডিয়ায় প্রতিবাদ জানাচ্ছিলেন মোহনবাগান সমর্থকরদের একাংশ। এবার তাঁরা সরাসরি রাস্তায় নামালেন তাঁদের আন্দোলন। শহর জুড়ে  #RemoveAtk পোস্টার ছড়িয়ে পড়ল। কলকাতার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে #RemoveAtk লেখা পোস্টার ও ব্যানার।

সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা সিইএসসি-র একাধিক অফিস সহ বিভিন্ন জায়গায় পড়েছে এই পোস্টার। এমনকী বাদ পড়ল না মোহনবাগান ক্লাবও। ক্লাব গেটেও সাঁটিয়ে দেওয়া হয়েছে এই পোস্টার। যাতে ক্লাব কর্তৃপক্ষ থেকে সকলের নজর কাড়ে, তাই অভিনব উদ্যোগ নিয়েছে মেরিনার্সরা। অন্যদিকে, একাধিক দাবি নিয়ে খোলা চিঠি দিয়েছিল এটিকের সমর্থকদের ফ্যান ক্লাব। তাঁদেরও আপত্তি মোহনবাগানের সঙ্গে এটিকে-র সংযুক্তি। এমনকী মোহনবাগানের লোগো ব্যবহারেও আপত্তি তাঁদের। সবমিলিয়ে পরিস্থিতি ঘোরালো হয়ে উঠছে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم