ফুটবলে প্রায়শই দেখা যায় গোলপোস্ট না দেখে শট নেওয়ার ঘটনা। আবারও পেনাল্টির সময় প্রতিপক্ষ ফুটবলার শট নেওয়ার সময় অনুমানের উপর নির্ভর করে গোলকিপারদের সম্পূর্ণ বিপরীত দিকে ঝাঁপাতে দেখা যায়। কিন্তু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘটল তাজ্জব ঘটনা। ব্যাটসম্যান বল ভাসালেন একদিকে, অথচ ফিল্ডার দৌড় লাগালেন উল্টো দিকে। রবিচন্দ্রন অশ্বিনের বল উপরে উঠিয়ে দেন ইংল্যান্ডের ওলি পোপ। রোহিত শর্মা বলের দিকে গেলেও পন্থ ক্যাচ নেওয়ার জন্য দৌড় লাগান ঠিক তাঁর বিপরীত দিকে। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছে। তবে অক্লান্তভাবে দুইদিন উইকেটের পিছনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তেমনি তাঁর তালুবন্দিও হয়েছেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস।
Pant 😂 pic.twitter.com/sX9xqGLq5N
— MSDian™ (@Ashwin_tweetz) February 6, 2021

إرسال تعليق
Thank You for your important feedback