বেঙ্গালুরুর কাছে আটকে প্লে অফের রাস্তা বন্ধ ইস্টবেঙ্গলের

আইএসএলে অভিষেক মরশুমেই কার্যত ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ২-০ গোলে হারল ফাওলারের দল। অন্যদিকে টানা আট ম্যাচ পর জয় পেয়ে প্লে অফের লড়াইয়ে ফিরে এলেন সুনীল ছেত্রীরা। ম্যাচ জিতলে প্লে-অফের যেটুকু আশা বেঁচে ছিল, হেরে সেই আশাও শেষ লাল-হলুদ শিবিরের কাছে। যদিও প্রথম পর্বের ম্যাচে ১-০ গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। 

মাঘোমা এবং পিলকিংটনকে বাইরে রেখেই প্রথম একাদশ গড়েছিল রবি ফাওলার। ম্যাচের প্রথম থেকেই দুই দলের লড়াই ছিল চোখে পড়ার মতো। শুরুর দুই থেকে তিন মিনিট  একাধিকবার আক্রমণে ওঠে বেঙ্গালুরু। তবে ১১ মিনিটে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। ১-০ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। কার্যত রক্ষণের ভুলেই গোল হজম করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। গুরপ্রীতের লং শট হেডে ক্লেইটন সিলভাকে বাড়িয়ে দেন সুনীল ছেত্রী। ড্যানি ফক্সকে পিছনে ফেলে বল পেয়েই দুরন্ত হাফ ভলিতে গোল করেন ক্লেইটন সিলভা। প্রথমার্ধের শেষলগ্নে দেবজিতের আত্মঘাতী গোলের মাশুল দিতে হল ফাওলারের দলকে। ডান প্রান্ত দিয়ে পরাগ শ্রীবাসকে বল বাড়ান রাহুল ভেকে। পরাগের শট পোস্টে লেগে প্রতিহত হয়ে আসার সময় লাল হলুদের গোলকিপার দেবজিত মজুমদারের পায়ে লেগে গোলে ঢুকে যায়।

দ্বিতীয়ার্ধে ফাওলার নিজের ভুল শুধরে পিলকিংটন, মাঘোমাকে নামালেও লাভ হয়নি তেমন কিছু। বেঙ্গালুরুর দুর্ভেদ্য ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয় তারা। আবার বেঙ্গালুরু সেভাবে ইস্টবেঙ্গলের রক্ষণকে বিপদে ফেলতে পারেনি। ফলে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। ম্যাচ জিতে ১৮ পয়েন্ট পেয়ে ষষ্ঠ নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। অন্যদিকে ম্যাচে হেরে ১৩ পয়েন্ট পেয়ে দশ নম্বরেই থাকল এসসি ইস্টবেঙ্গল।



Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم