‘সবটাই এখনও আলোচনার স্তরে’, এবার বেসুরো মুখ্যমন্ত্রীর ভাই

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন কালীঘাটে পদ্ম ফোটাবেন। এবার কি সেটাই সত্যি হতে চলেছে? বঙ্গ রাজনীতিতে এই জল্পনা এখন তীব্র, আর তাতেই ঘি দিলেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। বুধবার সংবাদমাধ্যমের সামনেই কার্তিকবাবুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য জল্পনা আরও জোরালো হল। তিনি বিজেপিতে যাবেন কিনা এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রীর ভাই জানান, ‘সবটাই এখনও আলোচনার স্তরে। আমি কোনও সিদ্ধান্ত নিইনি। এখনও বিষয়টা সেই পর্যায়ে যায়নি’। অর্থাৎ তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন সেটা পরিষ্কার। যদিও এই ব্যাপারে বিজেপির তরফে সরাসরি কিছু মন্তব্য করা হয়নি। 


তবে বিজেপি নেতা সায়ন্তন বসু এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘কার্তিকবাবুর সঙ্গে বিজেপির তরফে কেউ যোগাযোগ করেনি। কাউকে এব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানি না’। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ভালো নয় কাকা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের। তাই দলের কাজকর্ম থেকে নিজেকে দূরেই রাখেন তিনি। তবে বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখে এলাকায় যথেষ্ট পরিচিত কার্তিক বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই তিনি নিজেকে গুটিয়ে ফেলেছিলেন। পরে তাঁকে তৃণমূলের ‘জয় হিন্দ’ বাহিনীর দায়িত্ব দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেখানেও তাঁর সেরকম ভূমিকা ছিল না। সূত্রের খবর, ভাইপো অভিষেকের সঙ্গে ‘শীতল’ সম্পর্কের জেরেই নিজেকে দলের সংগঠন থেকে সরিয়ে রাখেন কার্তিক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে তাঁর নাম আবার ভেসে ওঠায় জল্পনা আরও বাড়ছে। তবে কি তিনি শুভেন্দুর দেখানো পথে বিজেপির দিকেই ঝুঁকছেন? উত্তর আগামী সময়েই পাওয়া যেতে পারে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم