এবার ভোটে লড়বেন না তৃণমূল বিধায়ক রবিরঞ্জন


বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় এবারের বিধানসভা ভোটে আর লড়তে চান না। তিনি এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছেন। কারণ হিসেবে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ রবিরঞ্জন। বুধবার সিএন নিউজকে তিনি বলেন, শরীর ভালো নেই। একথা পার্টিকে জানিয়ে দিয়েছি। সুব্রত বক্সিকেও বলে দিয়েছি। কিডনি ও অন্য সমস্যা রয়েছে আমার। তাই ভোটে দাঁড়াতে পারব না।

২০১১ এবং ২০১৬ সালে তিনি বর্ধমান দক্ষিণ থেকে জিতেছিলেন। প্রথমবার জিতে তিনি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ এবং বায়েটেকনোলজি দফতরের মন্ত্রী হয়েছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক রবিরঞ্জনের বয়স ৮০ পেরিয়েছে। দ্বিতীয়বার জেতার পর তাঁকে আর মন্ত্রী করা হয়নি। সম্প্রতি তাঁর পুত্রবধূ ফেসবুকের কর্ত্রী আঁখি দাসকে নিয়ে গোলমাল হয়েছিল। তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন রবিরঞ্জন। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم