ভোটের মুখে সরকারি কর্মীদের জন্য বাড়ি, বড় ঘোষণা রাজ্যের

বিধানসভা নির্বাচনের আর মাস দুই বাকি। এরমধ্যেই একাধিক জনমুখী প্রকল্প সামনে এনে চমক দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরকারি কর্মচারিদের জন্য সুখবর দিলেন। শনিবারই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন আবাসন প্রকল্পের ঘোষণা করল রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১,২ ও ৩-এ মোট ৪০০ প্লট চিহ্নিত করেছে দফতর। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল তিনটি ক্যাটাগরিতে এই প্লটে আবাসন নির্মাণ করতে পারবেন সরকারি কর্মীরা। HIG, MIG-I এবং MIG-III ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে প্রকল্প। বিজ্ঞপ্তি অনুযায়ী HIG ক্যাটাগরিতে তৈরি আবাসনের ক্ষেত্রে প্রতি কাঠায় ১৯,৮৭,১৯৬ টাকা দরে মোট ৫.৯৮ কাঠা জমি বরাদ্দ করা হয়েছে। অপরদিকে MIG-। ও MIG-III ক্যাটাগরির আবাসনের ক্ষেত্রে কাঠা প্রতি ১৬,৫৫,৯৯৭ টাকা দামে যথাক্রমে ৪.০৩ কাঠা এবং ৫.০১ কাঠা করে জমি বরাদ্দ করা হয়েছে। 

ক্যাটাগরি অনুযায়ী নিজেদের সমবায় তৈরি করে রাজ্য সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন। একেকটি সমবায়ে নুন্যতম ৮ জন কর্মচারী থাকতে পারবেন। এরপর লটারির ভিত্তিতে জমি বন্টন করা হবে। জমি দেওয়া হবে ৯৯ বছরের লিজে। সবমিলিয়ে এই ঘোষণা ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের উপহার দেওয়ার চেষ্টা বলেই মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি। 


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم