ফেব্রুয়ারি চলে এলেও শীতের দাপট অব্যাহত। আলিপুর হাওয়া অফিস আবার জানিয়ে দিয়েছে আগামী সপ্তাহেও থাকবে এমনই দাপট। ফলে এখনই বঙ্গ থেকে শীত বিদায় নিচ্ছে না। ফলে হাড়কাঁপানো ঠান্ডায় জুবুথুবু রাজ্যবাসী। রাজ্যের প্রায় ১৪টি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। আগামী সপ্তাহেই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে, তাই শীতের আমেজ গায়ে মেখেই তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উৎসবে মজতে পারবেন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এরমধ্যে তাপমাত্রা নামার কোনও সম্ভবনা নেই বলেই আশ্বাসবানী শুনিয়েছেন আবহবিদরা।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সামান্য (০.৪ ডিগ্রি) বেড়েছে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, ২০০৮ সালের মতো চলতি বছরেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপতে চলেছে রাজ্যবাসী। তিনি আরও জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহের শেষ পর্যন্ত কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতার মতোই দমদম, ব্যারাকপুর ও সল্টলেকের তাপমাত্রা ১২ ডিগ্রির নীচে রয়েছে। অপরদিকে আসানসোল (১০.৮), বাঁকুড়া (১০.৬), শ্রীনিকেতন (১০) কোচবিহারে (৭.৯) তাপমাত্রা ঘোরাফেরা করছে।


إرسال تعليق
Thank You for your important feedback