BJP নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, বিজেপির বিক্ষোভে লাঠিচার্জ, রণক্ষেত্র দিনহাটা

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে উত্তরবঙ্গে। এরমধ্যেই বুধবার সকালে কোচবিহারের দিনহাটায় বিজেপির মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হল। আর ভোটের মুখে এই ঘটনায় উত্তাল হয়ে উঠল দিনহাটা। বিজেপির অভিযোগ, তাঁদের শহর মণ্ডল সভাপতিকে খুন করে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এর জেরে এদিন সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠল দিনহাটা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ, বিক্ষোভ থামাতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেলও ফাটায়। অপরদিকে তৃণমূল প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে দিনহাটায় রীতিমতো তুলকালাম বেঁধে গিয়েছে। 


দিনহাটা শহরের ডাকবাংলো পাড়ায় বিজেপি কার্যালয়ের লাগোয়া পশু চিকিৎসালয়ের বারান্দা থেকে তার গলায় ফাঁস লাগা একটি দেহ এদিন সকালে প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান। পরে জানা যায়, দেহটি দিনহাটা শহর মণ্ডলের বিজেপি সভাপতি অমিত সরকারের (৫০)। খবর জানাজানি হতেই স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা জড়ো হয়ে যায়। তাঁদের অভিযোগ, অমিত সরকারকে হত্যা করে টাঙিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাধা দেয় বিজেপি সমর্থকরা। শুরু হয়ে যায় গোলমাল। ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশবাহিনী। প্রতিবাদে দিনহাটা চৌপতি মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। এরপরেই বিক্ষোভ হঠাতে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে বলেই অভিযোগ করেন স্থানীয় বিজেপি নেতারা।

খবর পেয়ে দিনহাটায় পৌঁছে যান কোচবিহারের বিজেপি সাংসদ তথা আসন্ন বিধানসভায় দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। পরে তিনি বলেন, হেমতাবাদের বিধায়ককে যেভাবে মেরে ফেলা হয়েছিল ঠিক সেভাবেই দিনহাটার মণ্ডল সভাপতিকে খুন করা হয়েছে। তাঁর পা মাটিতে ঠেকে ছিল। এটা খুনই। নিশীথবাবুর আরও অভিযোগ, দিনহাটায় সহ গোটা কোচবিহারে কী রাজনীতি চলছে? রোজই আমাদের কর্মীরা মার খাচ্ছেন না হয় খুন হচ্ছেন। পুরো ঘটনা জানিয়ে বিজেপি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, আজই ঘটনাস্থলে যেতে পারেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক। এখন দিনহাটায় ব্যপক উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী।  


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم