নন্দীগ্রামের শেষবেলার প্রচারে সম্মুখ সমরে দুই হেভিওয়েট প্রার্থী







 


দ্বিতীয় দফার ভোট হতে হাতে মাত্র তিনদিন। সোমবার অর্থাৎ আজ নন্দীগ্রামের দুই হেভিওয়েট প্রার্থী এই প্রথমবার সম্মুখ সমরে প্রচারে নামবেন। একদিকে তৃণমূলপ্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিজেপিপ্রার্থী শুভেন্দু অধিকারী। আজ দুপক্ষই নন্দীগ্রামে রোড শো এবং জনসভা করবেন। আজ নন্দীগ্রামে মমতার তিনটি জনসভা রয়েছে। দুপুর দেড়টায় ঠাকুরচকে, দুপুর ২টোয় বয়াল ২ নম্বর পঞ্চায়েতে এবং বিকেল সাড়ে তিনটের সময় আমদাবাদ হাইস্কুলের মাঠে। তবে এই তিন জনসভার আগে তিনি একটি রোড শো করবেন। নন্দীগ্রামের ক্ষুদিরাম মোড় থেকে বেলা ১১টার সময় মমতা প্রায় ৮ কিলোমিটার রোড শো করে পৌঁছবেন ঠাকুরচকে।

শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম সভা সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত বয়াল ১ নম্বর পঞ্চায়েতে পথসভা করবেন তিনি। এর পর বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পথসভা বয়াল ২ নম্বর পঞ্চায়েতে। বিকেল ৩টে থেকে ৪টে পর্যন্ত ভেটুরিয়ায়, ৪টে থেকে ৫টা পর্যন্ত জয়কালীতে। দিনের সর্বশেষ পথসভাটি শুভেন্দু করবেন ৫টা থেকে ৬টা ঘোলপুকুরে। ভোট লড়াইয়ের আগে আজ দুই পক্ষের নন্দীগ্রামে দিনভর চলবে প্রচার, গোটা বাংলার নজরে থাকবে নন্দীগ্রাম।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم