নির্বাচন চলাকালীন কিভাবে বিজেপি নেতাদের ফোন ট্যাপ হয়? প্রশ্ন অমিত শাহর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের এক বিজেপি নেতার ফোনালাপের অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়। যাতে যথেষ্টই অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেস। এরপর তাঁরাও একটি অডিও ক্লিপ প্রকাশ করে। সেটাও ফোনালাপের অডিও। এবার সামনে আসা অডিও ক্লিপে শোনা যায় বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের সঙ্গে অপর বিজেপি নেতা শিশির বাজোরিয়ার টেলিফোনে কথোপকথন। সেখানে বিজেপি নেতা মুকুল রায়  শিশির বাজোরিয়াকে কমিশনের ওপর প্রভাব খাটানোর কথা বলতে শোনা গিয়েছে। যদিও ওই অডিও ক্লিপের সত্যতা স্বীকার করেনি সিএন নিউজ। ওই অডিও ক্লিপ নিয়ে শোড়গোল শুরু করে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ।

 

 রবিরারই দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ প্রশ্ন তোলেন দুই জন বিজেপি নেতা অফিসারদের বদলি নিয়ে ফোনে কথা বলেছেন। এই ধরনের দাবি লিখিত আকারে দিতে হয়। এতে কোনও লুকোচুরি নেই। তবে এই প্রশ্ন তোলা যেতেই পারে কে সেই ফোন ট্যাপ করেছে? অমিত শাহ আরও বলেন, ওই অডিয়ো ক্লিপে যা আছে তা তো আমরা নির্বাচন কমিশনে লিখিত আকারেই দিয়েছি। তাহলে ওরা বোমা কোথায় ফাটাল? এরপরই সুর চড়িয়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বরং আপনাদের তৃণমূলের সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা উচিত, এই ফোনে আড়ি পাতা হল কার নির্দেশে। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পর ফোনে আড়ি পাতা কোথাকার নৈতিকতা? বিরোধী দলের নেতাদের ফোনে আড়ি পেতে গণতন্ত্রকে ধূলিস্মাৎ করছে তৃণমূল’। যদিও এটা নিয়ে বিজেপি কমিশনে নালিশ জানাবে কিনা সেটা নিয়ে কিছু বলেননি অমিত শাহ।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم