বিজেপির ইস্তেহারঃ কলকাতা হবে 'ফিউচার সিটি', মেট্রো যাবে কল্যাণী-ধুলাগড়


রবিবার একুশের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এই ইস্তেহার প্রকাশ করেন, যার পোশাকি নাম ‘সোনার বাংলা সংকল্পপত্র ২০২১’। ক্ষমতায় এলে বিজেপি সরকার কলকাতাকে অত্যাধুনিক শহর হিসেবে গড়ে তুলবে। এবং এর জন্য তাঁরা একাধিক প্রকল্পের কথা জানিয়েছে নির্বাচনী ইস্তেহারে। ভবিষ্যতে কলকাতাকে ‘ফিউচার সিটি’ হিসেবে গড়ে তোলার কথা যেমন বলা হয়েছে তেমনই গণপরিবহনেও একাধিক পরিকল্পনা গ্রহণের কথা বলা হয়েছে। এমনকি আগামী পাঁচ বছরের মধ্যে কলকাতাকে দেশের অন্যতম অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতিও রয়েছে বিজেপির সংকল্পপত্রে। 


গণপরিবহনের ক্ষেত্রে রয়েছে একাধিক পরিকল্পনা। যেমন অত্যাধুনিক বাস টার্মিনাল, এক কার্ডেই যাত্রীদের সমস্ত গণপরিবহনে চড়ার ব্যবস্থা। আবার মেট্রো নিয়েও বিভিন্ন স্বপ্নের প্রকল্পের প্রতিশ্রুতি রয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। ক্ষমতায় এলে বিজেপি উত্তর থেকে দক্ষিণে মেট্রোরেল আরও সম্প্রসারণ করবে। আবার হাওড়া ছাড়িয়ে মেট্রো শ্রীরামপুর, ডানকুনি হয়ে ধুলাগড় পর্যন্ত নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। দক্ষিণে কলকাতা মেট্রো কবি সুভাষ থেকে বারুইপুর পর্যন্ত আর উত্তরে দক্ষিণেশ্বর হয়ে ব্যারাকপুর এবং কল্যাণী পর্যন্ত সম্প্রসারণ কথা বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। এছাড়া সড়কে যানজট মুক্ত করতে বেআইনি পার্কিং উঠিয়ে ২০টি বহুতল পার্কিং জোন তৈরি করা হবে শহর কলকাতায়, দাবি করেছে বঙ্গ বিজেপি। 


পাশাপাশি কলকাতা শহরের উন্নয়ন খাতে ২২ হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করার কথাও বলা হয়েছে। এছাড়া বিজেপি ক্ষমতায় এলে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। পাশাপাশি UNESCO হেরিটেজ মর্যাদা ফিরে পেতে শহরের পুরোনো বাড়ি সংস্কার করতে ৫০০ কোটি টাকার ফান্ড গঠনের কথাও বলা হয়েছে বিজেপির নির্বাচনী ইস্তেহারে। এছাড়া আইটি হাবের জন্য ৩০০ কোটি, জৈব প্রযুক্তি পার্ক গড়তে ১০০ কোটি টাকা খরচের প্রতিশ্রুতিও দিয়েছে বিজেপি।

 

 এছাড়া কলকাতায় সোনার বাংলা মিউজিয়াম গড়ে তোলা হবে। এবং প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নামে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় তৈরি করবে বলে দাবি করেছে বিজেপি। অমিত শাহ ইস্তেহার প্রকাশ করে বলেন, দেশের অন্যান্য মেট্রো শহরের তুলনায় কলকাতা আধুনিকতায় অনেকটাই পিছিয়ে আছে। বিজেপি সরকার গঠন করলে কলকাতার হৃত গৌরব ফিরিয়ে আনতে সচেষ্ট হবে তাঁরা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم