কৃষ্ণনগর উত্তরে মুকুল, হাবরায় রাহুল, শমীক ও জগন্নাথ সরকারও প্র্রার্থী তালিকায়


ঘোষণা হল বিজেপির প্রার্থী তালিকা। প্রত্যাশা মতোই এবার বিজেপির হয়ে ভোটে লড়বেন মুকুল রায়। তাঁকে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করা হল। পাশাপাশি টিকিট পেলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারও। তিনি ভোটে লড়বেন রানাঘাট উত্তর কেন্দ্রে, রানাঘাট দক্ষিণে ডাঃ মুকুটমনি অধিকারী। অপরদিকে, হাবরায় জ্যোতিপ্রিয় মল্লিকের বিপরীতে বিজেপি প্রার্থী রাহুল সিনহা। রাজারহাট গোপালপুরে বিজেপির হয়ে দাঁড়চ্ছেন শমীক ভট্টাচার্য। বিধাননগরে সব্যসাচী দত্ত, তিনি লড়বেন তৃণমূলের সুজিত বসুর বিরুদ্ধে। বিজপুরে মুকুল পুত্র শুভ্রাংশু রায়, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের ছেলে পবন সিং টিকিট পেলেন। চৌরঙ্গী আসনে সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকেই টিকিট দিয়েছে বিজেপি।


এক নজরে প্রার্থী তালিকা

কৃষ্ণনগর উত্তরে মুকুল রায়
শান্তিপুরে জগন্নাথ সরকার
বিধাননগরে সব্যসাচী দত্ত
রাজারহাট-গোপালপুরে শমীক ভট্টাচার্য
কামারহাটিতে রাজু বন্দ্যোপাধ্যায়
হাবরায় রাহুল সিনহা
জোড়াসাঁকোয় মীনাদেবী পুরোহিত
চৌরঙ্গিতে শিখা মিত্র
আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল
বরাহনগরে অভিনেত্রী পর্নো মিত্র
পানিহাটিতে সন্ময় বন্দ্যোপাধ্যায়
ভাটপাড়ায় পবন সিং
নোয়াপাড়ায় সুনীল সিং
জগদ্দলে অরিন্দম ভট্টাচার্য
মন্তেশ্বরে সৈকত পাঁজা
পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারি
সাগরদিঘিতে মফুজা খাতুন
কালনায় বিশ্বজিৎ কুণ্ডু
হরিনঘাটায় অসীম সরকার (সঙ্গীত শিল্পী)
নৈহাটিতে ফাল্গুনী পাত্র

2 تعليقات

Thank You for your important feedback

  1. গো হারা হারবে জুমলু বাজ বিজেপি

    ردحذف
  2. বিজেপি হঠাও দেশ বাঁচাও

    ردحذف

إرسال تعليق

Thank You for your important feedback

أحدث أقدم