অক্সিজেন সরবরাহ আটকালে ফাঁসি, কঠোর হুঁশিয়ারি হাইকোর্টের

দেশজোড়া অক্সিজেন ঘাটতি মেটাতে বেনজির হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। কেউ বা কারা যদি অক্সিজেন সরবরাহে বাধা দেয় তাঁকে ফাঁসি দেওয়া হবে বলেই কড়া বার্তা দিল দিল্লি হাইকোর্ট। আদালত স্পষ্ট বার্তা দিয়েছে করোনা রোগীদের চিকিৎসায় অক্সিজেন সরবরাহে কোনও রকম বাধা বা গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেই জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। সেক্ষেত্রে রাজ্য ও স্থানীয় স্তরের কোনরকম অনৈতিক ও বেআইনি কাজ হলেই তাঁকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দেবে আদালত। পাশাপাশি আদালত করোনার দ্বিতীয় ঢেউ-কে সুনামি বলেও আখ্যা দিয়েছে। কোথাও করোনা আক্রান্ত রোগীর শয্যা সঙ্কট, কোথাও বা অক্সিজেনের অভাবে মৃত্যু। করোনা জ্বরে জেরবার গোটা দেশ। সবচেয়ে খারাপ অবস্থা দিল্লিতে, সেখানে পর্যাপ্ত অক্সিজেনের জোগান নেই। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, যে  ৪৮০ মেট্রিক টন ওজনের অক্সিজেন পাঠানোর জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দিল্লি সরকারকে, তা কবে এসে পৌঁছবে? সবমিলিয়ে অক্সিজেন সাপ্লাই নিয়ে কেন্দ্র এবং দিল্লি সরকারকে কড়া হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم