আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা বাড়ল ৩১ মে পর্যন্ত

 


করোনা সংক্রমণে দেশজোড়া লকডাউনের পর ২০২০-র ২৩ মার্চ থেকে বন্ধ করা হয় আন্তর্জাতিক উড়ান। নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। পরে আনলক পর্বে বন্দে ভারত মিশনের আওতায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চালানোর অনুমতি দেওয়া হয়। তবে বিশেষ আন্তর্জাতিক বাবল তৈরি করেই বিমানগুলি চালানো হচ্ছে। আগামী ৩১ মে পর্যন্ত ফের বাড়ানো হল আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞা। বিশেষ করে ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বহু দেশই ভারতের উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার নয়া নির্দেশিতায় কেন্দ্রীয় সরকার জানাল, আন্তর্জাতিক উড়ানের ওঠানামায় নিষেধাজ্ঞা ৩১ মে পর্যন্ত বাড়ানো হল। তবে বন্দে ভারত মিশনের ওপর এই নিষেধাজ্ঞা জারি থাকবে না।

 

 যদিও ডিজিসিএ জানিয়েছে, কোনও দেশ যদি আপত্তি জানায়, তবে সেই দেশে ভারতের বিমান যাবে না। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এ্যাভিয়েশন (ডিজিসিএ) শুক্রবার টুইটারে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। টুইটারে ডিজিসিএ জানায়, আগামী ৩১ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানো হল আন্তর্জাতিক উড়ানের নিষেধাজ্ঞা। তবে এই নিয়ন্ত্রণ আন্তর্জাতিক পণ্য পরিবাহী বা কার্গো বিমানের ক্ষেত্রে কার্যকর হবে না। ডিজিসিএ-র বিশেষ অনুমোদন পাওয়া আন্তর্জাতিক উড়ানেরও ক্ষেত্রেও এই নির্দেশ গণ্য হবে না। পরে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم