ব্ল্যাক ফাঙ্গাসকেও মহামারী আখ্যা দিল কেন্দ্র, রাজ্যগুলিকে নজরদারির নির্দেশ

একা করোনায় রক্ষা নেই এবার ব্ল্যাক ফাঙ্গাস দোসর। করোনা অতিমারীর মধ্যেই দেশে দ্রুত হারে ছড়াচ্ছে নতুন রোগ মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। যা নিয়ে চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতের রাজস্থান এবং তেলেঙ্গানা সরকার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। এবার উদ্যোগী হল কেন্দ্রীয় সরকারও। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলিকে ব্ল্যাক ফাঙ্গাস রোগটিকেও মহামারী আইনের আওতায় আনার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। পাশাপাশি আক্রান্তদের যাবতীয় রিপোর্ট দিল্লিতে পাঠানোর কথাও বলা হয়েছে কেন্দ্রের চিঠিতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম স্বাস্থ্য সচিব লব আগরওয়াল চিঠি দিয়েছেন রাজ্যগুলিকে। চিঠিতে তিনি লিখেছেন, ‘মিউকরমাইকোসিসের সনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিক্যাল কলেজগুলিকে মেনে চলতে হবে’। সূত্রের খবর, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানার মতো রাজ্যে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। মৃত্যুর ঘটনাও সামনে আসছে।


Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم