রাশিয়া থেকে এল স্পুটনিক ভি টিকার প্রথম কিস্তি

শনিবার দুপুরে হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নামল ভারতে ছাড়পত্র পাওয়া করোনার তৃতীয় ভ্যাকসিন স্পুটনিক ভি। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল ভারতকে করোনা যুদ্ধে লড়ার জন্য রাশিয়া থেকে এল বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন। শনিবারই হায়দরাবাদে এল রাশিয়ান বিমান, তাতেই ছিল স্পুটনিক ভি কোভিড টিকার ১৫ লাখ ডোজ। জানা যাচ্ছে, এটা প্রথম কিস্তি, চলতি মাসেই চলে আসবে দ্বিতীয় কিস্তির টিকা। এরপর ৩০ লাখ ডোজ পাঠাবে ভ্লাদিমির পুটিনের রাশিয়া। ওই দেশের টিকা প্রস্তুতকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ভারতীয় সংস্থা ডাঃ রেড্ডি ল্যাবরেটরি। এদিন রাশিয়া থেকে আসা করোনা টিকার ডোজ হায়দরাবাদে তাঁদের ল্যাবরেটরিতেই পাঠানো হয়েছে। এরপর নিয়মমাফিক ভারতে স্পুটনিক ভি বন্টনের জন্য ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ডের কাছে প্রয়োজনীয় অনুমতি চাইবে। ছাড়পত্র পেলেই সেগুলি পাঠিয়ে দেওয়া হবে রাজ্যে রাজ্যে। যদিও ভারতে নিযুক্ত রাশিয়ার অ্যাম্বেসেডর নিকোলায় কুদাশেভ টুইট করে জানিয়েছেন, ‘খুব শীঘ্রই ভারতেও এই ভ্যাকসিন তৈরি শুরু হবে এবং বছরে ৮৫ কোটি ডোজ় উৎপাদন করা সম্ভব হবে’। এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং দুটি ডোজের মধ্যে ব্যবধান ২১ দিন।

 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم