রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ২০ হাজার ছুঁইছুঁই, মৃত্যুও শতাধিক

বাংলায় হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ বাড়তে বাড়তে ২০ হাজার ছুঁইছুঁই। রাজ্যের স্বাস্থ্য দফতরের সর্বশেষ পরিসংখ্যান (৭ এপ্রিল) অনুযায়ী ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২১৬ জন। আর ১১২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে বাংলায়। এই নিয়ে টানা চারদিন করোনায় মৃত্যুর হার একশোর উপরেই থাকল। রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৭৬ জনে। দৈনিক সংক্রমণে বৃদ্ধি পাওয়ায় রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৯৮ জন। গত ২৪ ঘন্টায় সংখ্যাটা বেড়েছে ১,৩২৪। নতুন করে ১৯ হাজার ২১৬ জন নতুন করে সংক্রমিত হলেও গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৮০ জন। সুস্থতার হার ৮৫.৭৩ শতাংশ। 


রাজ্যের জারি করা করোনা বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে রাজ্যের মোট সংক্রমিতের সিংহভাগই দুই জেলায়, কলকাতা এবং উত্তর ২৪ পরগনা। যদিও কলকাতাকেও ছাপিয়ে যাচ্ছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘন্টায় কলকাতায় যেখানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৯১৫ জন সেখানে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। এরপরেই রয়েছে হাওড়া ও হুগলি জেলা। তবে তুলনায় সংখ্যাটা অনেক কম। গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট ১১২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এরমধ্যে কলকাতায় ২৮ এবং উত্তর ২৪ পরগনায় জেলায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে ক্রমাগত বাড়তে থাকা করোনা সংক্রমণের জেরে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছেন লোকাল ট্রেন পরিষেবা। পাশাপাশি দোকানপাট-বাজারের সময়সীমাও কমিয়েছেন। তবুও সংক্রমণ কমার লক্ষণ নেই। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم