সম্মতি কেন্দ্রের, কোভিশিল্ডের দুই ডোজের ব্যবধান বাড়ল ৩-৪ মাস

প্রাথমিকভাবে করোনার টিকা কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান রাখা হয়েছিল ২৮ দিন। কিন্তু পরে দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়েছিল কেন্দ্র। ২৮ দিনের পরিবর্তে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধানে কোভিশিল্ড নেওয়া যাবে বলেই জানিয়েছিল কেন্দ্র। এই মর্মে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠিও দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এবার সেই ব্যবধান আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকারের প্যানেল ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI)। এবার দুটি কোভিশিল্ড টিকার ডোজ  ১২ থেকে ১৬ সপ্তাহ করার সুপারিশ করে ওই সরকারি প্যানেল। সেই প্রস্তাব মেনে নিল ন্যাশনাল টেকনিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন (এনটিএজিআই) এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ফলে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে বেড়ে দাঁড়াল ১২-১৬ সপ্তাহ (তিন থেকে চার মাস)। 


যদিও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের ক্ষেত্রে দুই ডোজের ব্যবধান বৃদ্ধির কোনও সুপারিশ করেনি ওই প্যানেল। সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, মূলত ব্রিটেন-সহ অন্যান্য জায়গার বাস্তব জীবনের তথ্যের ভিত্তিতে NTAGI কমিটি একমত হয়েছেন যে কোভিশিল্ড টিকার দুটি ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে ১২-১৬ সপ্তাহ (তিন থেকে চার মাস) করা হোক। কোভ্যাক্সিনের দুটি ডোজের মধ্যে যে ব্যবধান রয়েছে, তাতে কোনও পরিবর্তনের সুপারিশ করা হয়নি। বর্তমানে চার-আট সপ্তাহ অন্তর কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা টিকার আকালের জন্যই এই প্রস্তাব।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم