দলে ফিরতে চান সোনালী, তৃণমূলনেত্রীকে আবেগঘন টুইট

তিনি তৃণমূলের প্রাক্তন বিধায়ক এবং রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার ছিলেন। কিন্তু একুশের নির্বাচনে টিকিট না পেয়েই যোগাযোগ করেছিলেন বিজেপির সঙ্গে। তিনি সোনালী গুহ, সাতগাছিয়ার প্রাক্তন বিধায়ক। পরে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান। কিন্তু বিজেপির টিকিট পাননি তিনি। অপরদিকে এবারের ভোটেও ভরাডুবি হয়েছে বিজেপির। ফলে বহু দলবদলু নেতানেত্রীই এখন বিজেপি ছাড়তে উদ্যোগী হয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন সোনালী গুহও। তিনি তৃণমূলে ফিরতে চেয়ে তিনি আবেগঘন টুইট করলেন সরাসরি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই। টুইটে সোনালী লিখেছেন, ‘সম্মানীয় দিদি, আমার প্রণাম নেবেন, আমি সোনালি গুহ, অত্যন্ত ভগ্ন হৃদয়ে বলছি যে, আমি আবেগপূর্ণ হয়ে চরম সিদ্ধান্ত নিয়ে অন্য দলে গিয়ে ছিলাম যেটা ছিল আমার চরম ভুল সিদ্ধান্ত, কিন্তু সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমনই আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না’। টুইটে তিনি আরও লেখেন, ‘দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা না করলে আমি বাঁচব না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকা সুযোগ করে দিন’।

 


এই টুইটের পরই সিএন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনালী গুহ বলেন, ‘বিজেপিতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে ভুল করেছিলেন। বিজেপি নেতারাও তাঁকে এড়িয়ে গিয়েছেন, এমনকি কোনও কর্মসূচিতেও তাঁকে ডাকা হয়নি’। এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, বিজেপি সর্বভারতীয় বৃহৎ রাজনৈতিক দল, এখানে অনেকেই আসেন। অপরদিকে, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, ‘টুইটে মান-অভিমানের কথা বলেছেন সোনালি গুহ। উনি নিজের ইচ্ছেয় বিজেপিতে এসেছিলেন, নিজের ইচ্ছেয় চলে যাচ্ছেন। এটা একটা ব্যক্তিগত ব্যাপার’। তবে তাঁকে আদৌ তৃণমূলে ফেরত নেওয়া হবে কিনা সেটা নিয়ে শাসকদলের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি এখনও। তবে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, দল এই ব্যপারে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনও মন্তব্য করব না। তবে তৃণমূলের ক্ষতি করার জন্য সোনালি দি বিজেপিতে গেলেন কেন? আজ যদি ভোটে তৃণমূলের খারাপ ফল হতো, তাহলে এরাই সর্বশক্তি দিয়ে তৃণমূলকে শেষ করতে চাইত। যদিও একদা তৃণমূলনেত্রীর ছায়াসঙ্গী সোনালী টুইটে পুরোনো দলনেত্রীর  বিরুদ্ধে একরাশ অভিমানও উগড়ে দিয়েছেন।
 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم