প্রয়াত অরুণ জেটলি

দীর্ঘ রোগভোগের পর শনিবার প্রয়াত হলেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। গত কদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ছিল সঙ্কটজনক। গত ৯ আগস্ট থেকে জেটলি শ্বাসকষ্ট নিয়ে এইমসে ভর্তি রয়েছেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে এইমলের পক্ষে ১০ আগস্টের পর থেকে কোনও মেডিকেল বুলেটিন জারি করা হয়নি। জেটলিকে দেখতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন নেতারা হাসপাতালে গিয়েছিলেন। এর আগে জেটলির কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ২০১৪ সালের সেপ্টেম্বরে তাঁর বেরিয়াট্রিক সার্জারিও হয়। শারীরিক অবস্থার জন্যই তিনি এবাররে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم