দাদাকে বলুন কর্মসূচি

দিদিকে বলো-র জবাবে রাজ্য বিজেপি ”দাদাকে বলুন” কর্মসূচি শুরু করছে। যেখানে চায়ের আড্ডায় সরাসরি কথা বলবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার “ঘরের ছেলেকে বলো” নাম দিয়ে প্রচারে নামলেন বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। হোর্ডিংয়ে নিজের মোবাইল নম্বর ৯০৫১৩৭৭০৬৮ ও একটি মেল আইডিও দেওয়া হয়েছে। এরই পাশাপাশি বিধায়কের নম্বর ও মেল আইডি দেওয়া ভিজিটিং কার্ডও বিলি করা হচ্ছে। অন্যদিকে, ৩১ শে জুলাই কাঁচরাপাড়া পুসভার পুরপ্রধান সুদামা রায়কে কাঁচরাপাড়ার অবস্থার উন্নতি করবার জন্য চিঠি দিয়েছিলেন শুভ্রাংশু রায়। শনিবার তিনি আরও একটি চিঠি লিখে পুর প্রধানকে বলেছেন, এলাকার উন্নয়ন বিধায়ক এবং সংসদের সাহায্য ছাড়া সম্ভব নয়। সেজন্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তিনি নিজে বীজপুরের বিধায়ক হিসেবে কাউন্সিলরদের সঙ্গে থাকতে চান।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم