দাদার হাতেই খুন হল ভাই

আবারও খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নিমতা থানার উত্তর পাটনা এলাকার অম্বিকানগরে। এবার দাদার হাতেই খুন হল ভাই। রবিবার মাঝরাতে ওই এলাকায় মদের আসরে বসেছিলেন স্থানীয় যুবক ও ফুটবল খেলোয়াড় সুরজিৎ বাড়ুই। অভিযোগ, আসর চলাকালীন হঠাৎই সুরজিৎ একটি পিস্তল বের করে সকলকে দেখাতে শুরু করেন। আসরে উপস্থিত ছিল সম্পর্কে সুরজিতের ভাই অভিজিৎ বাড়ুই ওরফে লকুও। সেখানেই দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়, এরপরই গুলি চলে। গুলিবিদ্ধ অভিজিৎকে ঘোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। গুলিবিদ্ধ হয়েছেন সঞ্জয় মিত্র নামে অপর এক যুবকও। এই ঘটনায় নিমতা থানার পুলিশ অভিযুক্ত সুরজিৎ সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুরজিৎ মাস কয়েক আগে খুন হওয়া তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর ডান হাত হিসেবে পরিচিত ছিল। খুন হওয়া অভিজিৎ ভালো ফুটবলার হিসেবে এলাকায় নামডাক ছিল। ফলে তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে এই খুন সেটা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারাও এলাকায় মদ ও জুয়ার আসর বসা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post