টানা তিনদিন আন্দোলনের পর অবশেষে বৃহস্পতিবার শিক্ষক পেল কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের পড়ুয়ারা। জলপাইগুড়ি থেকে রসায়নের এক শিক্ষক এদিন ওই স্কুলে যোগ দিয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকেই ফের পঠনপাঠন শুরু হল কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে। অন্যদিকে আন্দোলন সফল হওয়ায় খুশি পড়ুযারও। কোচবিহার ঐতিহ্যবাহী স্কুলটিতে প্রায় একবছর ধরেই বিভিন্ন বিষয়ে শিক্ষক না থাকায সমস্যা পড়তে হচ্ছিল পড়ুযাদের। বিশেষ করে রসায়নের শিক্ষক না থাকায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা সমস্যায় পড়েছিল। এরপর শিক্ষকের দাবিতে গত সোমবার থেকে স্কুল গেটে তালা দিযে আন্দোলনে নামে পড়ুয়ারা।প্রথম দিন স্কুলের সামনে আমতলা মোড়, মঙ্গলবার কোচবিহারের ব্যস্ত সড়ক কাছারি মোড় এবং বুধবার শহরের ভবানীগঞ্জ বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পড়ুয়াদের সমস্যা বুঝে অবশেষে জলপাইগুড়ি থেকে এক শিক্ষককে ওই স্কুলে পাঠায় জেলা শিক্ষাদফতর।
টানা তিনদিন আন্দোলনের পর অবশেষে বৃহস্পতিবার শিক্ষক পেল কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলের পড়ুয়ারা। জলপাইগুড়ি থেকে রসায়নের এক শিক্ষক এদিন ওই স্কুলে যোগ দিয়েছেন। ফলে বৃহস্পতিবার থেকেই ফের পঠনপাঠন শুরু হল কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে। অন্যদিকে আন্দোলন সফল হওয়ায় খুশি পড়ুযারও। কোচবিহার ঐতিহ্যবাহী স্কুলটিতে প্রায় একবছর ধরেই বিভিন্ন বিষয়ে শিক্ষক না থাকায সমস্যা পড়তে হচ্ছিল পড়ুযাদের। বিশেষ করে রসায়নের শিক্ষক না থাকায় একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্ররা সমস্যায় পড়েছিল। এরপর শিক্ষকের দাবিতে গত সোমবার থেকে স্কুল গেটে তালা দিযে আন্দোলনে নামে পড়ুয়ারা।প্রথম দিন স্কুলের সামনে আমতলা মোড়, মঙ্গলবার কোচবিহারের ব্যস্ত সড়ক কাছারি মোড় এবং বুধবার শহরের ভবানীগঞ্জ বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। পড়ুয়াদের সমস্যা বুঝে অবশেষে জলপাইগুড়ি থেকে এক শিক্ষককে ওই স্কুলে পাঠায় জেলা শিক্ষাদফতর।
Post a Comment
Thank You for your important feedback