জাতীয় পতাকার অবমাননা করেছে পুলিশ। সেইসঙ্গে মহিলাদের ওপর লাঠিচার্জ ও শ্লীলতাহানি নিয়েও এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছেন পার্শ্বশিক্ষকদের মঞ্চ। নদিয়ার কল্যাণীতে রাতের অন্ধকারে পার্শ্ব শিক্ষকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ, সেসময় শিক্ষক-শিক্ষিকাদের হাতে থাকা জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে দেয় পুলিশকর্মীরা। পাশাপাশি মহিলাদের শাড়ি ও পোশাকও ছিঁড়ে দিয়েছিল পুলিশ। সেই ঘটনার বিভিন্ন মোবাইল ফুটেজ জোগার করে পার্শ্বশিক্ষকদের সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। এই ঘটনার পিছনে সরাসরি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে বলেই দাবি করেছে পার্শ্বশিক্ষকদের সংগঠন। ফলে খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবারই পুলিশের হেফাজতে থাকা পাঁচজন পার্শ্বশিক্ষক কল্যাণী আদালত থেকে জামিন পেলেন। মোট আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল পুলিশ। ঘটনার পাঁচদিন পর তাঁদের জামিন মঞ্জুর করলেন বিচারক। পার্শ্বশিক্ষকদের দাবি, অনৈতিক ও উদ্দেশ্য প্রণদিতভাবে জামিন অযোগ্য ধারায় মামলা সাজিয়েছিল পুলিশ। শিক্ষকদের জামিন হয়ে যাওয়ায় সেটাই প্রমাণ হয়ে গেল। আগামীদিনে তাঁরা কলকাতার বুকেই বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে চলেছেন সেই কথাও জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।
জাতীয় পতাকার অবমাননা করেছে পুলিশ। সেইসঙ্গে মহিলাদের ওপর লাঠিচার্জ ও শ্লীলতাহানি নিয়েও এবার বড়সড় আন্দোলনে নামতে চলেছেন পার্শ্বশিক্ষকদের মঞ্চ। নদিয়ার কল্যাণীতে রাতের অন্ধকারে পার্শ্ব শিক্ষকদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে রাজ্য পুলিশ। আহত হন বেশ কয়েকজন। অভিযোগ, সেসময় শিক্ষক-শিক্ষিকাদের হাতে থাকা জাতীয় পতাকাও টেনে ছিঁড়ে দেয় পুলিশকর্মীরা। পাশাপাশি মহিলাদের শাড়ি ও পোশাকও ছিঁড়ে দিয়েছিল পুলিশ। সেই ঘটনার বিভিন্ন মোবাইল ফুটেজ জোগার করে পার্শ্বশিক্ষকদের সংগঠন জাতীয় মানবাধিকার কমিশন ও মহিলা কমিশনের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। এই ঘটনার পিছনে সরাসরি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত রয়েছে বলেই দাবি করেছে পার্শ্বশিক্ষকদের সংগঠন। ফলে খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তাঁরা। বৃহস্পতিবারই পুলিশের হেফাজতে থাকা পাঁচজন পার্শ্বশিক্ষক কল্যাণী আদালত থেকে জামিন পেলেন। মোট আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছিল পুলিশ। ঘটনার পাঁচদিন পর তাঁদের জামিন মঞ্জুর করলেন বিচারক। পার্শ্বশিক্ষকদের দাবি, অনৈতিক ও উদ্দেশ্য প্রণদিতভাবে জামিন অযোগ্য ধারায় মামলা সাজিয়েছিল পুলিশ। শিক্ষকদের জামিন হয়ে যাওয়ায় সেটাই প্রমাণ হয়ে গেল। আগামীদিনে তাঁরা কলকাতার বুকেই বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে চলেছেন সেই কথাও জানিয়ে দিয়েছেন আন্দোলনরত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা।
Post a Comment
Thank You for your important feedback