কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে শহরে আমফানের বলি ১৯ জন। পুলিশ সূত্রের খবর, কলকাতায় জলে ডুবে চারজন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রিজেন্ট পার্ক এলাকায় দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন মা ও ছেলে। কড়েয়া এলাকায় টালির বাড়ি ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে চারজনের। শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে উড়ে আসা টিনের আঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের। পাশাপাশি আরও কয়েকজনের মৃত্যু হয়েছে আমফানের জেরে। এদের মধ্যে চারজনের পরিচয় এখনও জানা যায়নি বলেই কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমফান ও প্রবল বৃষ্টির জেরে কলকাতার বহু এলাকা জলমগ্ন ছিল। জল এখন কিছুটা নামলেও পুরোপুরি নামেনি বলেই জানা যাচ্ছে। বেহালার পর্ণশ্রী লেকের পাশে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ চালানোর সময় ৫টি দেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার জমা জলে পড়ে, তাতেই তরিদাহত হয়ে যায় জমা জল। এই অবস্থায় কোনভাবে ওই ব্যক্তিরা সেই জমা জলের সংস্পর্শে আসতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘সারা কলকাতা লন্ডভন্ড হয়ে গেছে। দু-তিনশ গাছ পড়বে ভেবেছিলাম কিন্তু পাঁচ হাজারেরও বেশি গাছ পড়েছে। এখন মূল লক্ষ্য হাসপাতাল-শ্মশান ইত্যাদি গুরুত্বপূর্ণ যাবার রাস্তা গুলো পরিষ্কার করা। প্রথমে মূল রাস্তাগুলো কেটে সরানোর চেষ্টা হচ্ছে। আগামীকাল থেকে ছোট রাস্তা-ভেতরের রাস্তা এবং বাড়ির ওপরে থাকা কাজগুলো সরানোর কাজ শুরু হবে। এটা দু-একদিনের কাজ নয় কিছুটা সময় লাগবে’। ফলে কলকাতা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়া অফিস সূত্রে খবর, বুধবার থেকে পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতায় ২৫৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Post a Comment
Thank You for your important feedback