শেষমুহূর্তে বাতিল বহু উড়ান, বিপাকে যাত্রীরা

 
লকডাউনের মধ্যেই বন্ধ হওয়ার দুই মাস পর ফের খুলল দেশের বিমানবন্দরগুলি। প্রথম দিনেই মুম্বই, দিল্লি অন্যত্র ধরা পড়ল চূড়ান্ত ভোগান্তির ছবি। বাতিল করতে হয়েছে একাধিক উড়ান। এবং তার কোনও খবর দেওয়া হয়নি যাত্রীদের। দিল্লিতে যাওয়া-আসার ৮২টি উডজডান বাতিল করা হয়েছে। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নম্বর টার্মিনালে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। উড়ান বন্ধের কারণ হিসেবে বিমান সংস্থাগুলি জানাচ্ছে, একাধিক রাজ্য শেষমুহূর্তে জানিয়েছে, তারা উড়ান চালাতে দিতে চায় না। সোমবার দিল্লি থেকে মোট ১২৫টি যাওয়ার এবং ১১৮টি আসার উড়ান চালু হওয়ার কথা। একই অবস্থা মুম্বইয়ে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে। মুম্বইয়ে যাতায়াত করবে ৫০টি উড়ান। মুম্বইয়ে ছিল যাত্রীদের বিরাট লাইন। থার্মাল ক্রিনিং এবং আরোগ্যসেতু অ্যাপ চেক করতে গিয়েই দেরি হচ্ছে অনেক। চেন্নাইতেও বিমানের উড়ান বাতিলে বিক্ষুব্ধ যাত্রীরা। তাদের সাহায্য করারর জন্য বিমানবন্দরে কেউ ছিল না বলে অভিযোগ। উত্তরপূর্বে কেবল অসম এবং মনিপুরেই বিমান চালু হয়েছে। আমফানরে জন্য কলকাতা বিমানবন্দর চালু না হওয়ায় ডিব্রুগড়, আগরতলা, শিলচর, আইজল ডিমাপুরের বিমান চালানো যায়নি। বেঙ্গালুরুতে বাতিল হয়েছে ৯টি উড়ান।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم