
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিডিও ছোগেন মোক্তান তামাংয়ের। রবিবার সন্ধ্যায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় বিডিও এবং তাঁর গাড়ির চালককে ভর্তি করানো হয় বালুরঘাট হাসপাতালে। রাতেই অবস্থার অবনতি হওয়ায় বিডিও ছোগেন মোক্তান তামাংকে শিলিগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। সূত্রের খবর, শিলিগুড়ি যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ওই ব্লক ডেভেলপমেন্ট আধিকারিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লকডাউনে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় নাকা চেকিং চলছে। বিশেষ করে এই জেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে পরিযায়ী শ্রমিকের দল ভিনরাজ্য থেকে ফিরছেন। তাই তপনের বিডিও ছোগেন মোক্তান তামাংয়ের দায়িত্ব ছিল ওই সমস্ত পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা করানোর। তাই তিনি রবিবার সকাল থেকেই তপন ব্লকের বিভিন্ন নাকা পয়েন্টে কাজ তদারকি করছিলেন। বিকেলের দিকে নিজের দফতরে ফেরার পথেই করদহের কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি। সূত্রের খবর, বিডিও সাহেবের পাঁজরের হাড় ভেঙে ফুসফুসে ঢুকে যায়। এছাডা়ও বুক ও মাথায় একাধিক চোট লেগেছিল তাঁর। রবিবার রাতেই মৃত্যু হয় তাঁর। তাঁর গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
إرسال تعليق
Thank You for your important feedback