নামখানায় ডুবল বাংলাদেশি জাহাজ

ফের জাহাজ ডুবির ঘটনা। এবার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে। রবিবার বিকেলে একটি বাংলাদেশি জাহাজ ডুবে গেল নামখানা ব্রিজের লোহার হাতলে ধাক্কা লেগে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নামখানা এলাকায়। সূত্রের খবর, বজবজ থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে বাংলাদেশে ফেরার পথেই নামখানার নবনির্মিত ব্রিজে দুর্ঘটনার মুখে পড়ে বাংলাদেশি জাহাজটি। যদিও ওই জাহাজে থাকা ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে তাঁদের ঠিকানা নামখানা থানা। জানা গিয়েছে, নিয়ন্ত্রন হারিয়ে ছাই বোঝাই জাহাজটি সরাসরি ধাক্কা মারে নামখানা ব্রিজের একটি হাতলে। এরপরই ধীরে ধীরে ডুবে যায় গোটা জাহাজটি। সোমবার সকাল থেকেই জাহাজটি তোলার চেষ্টা শুরু হয়েছে। উল্লেখ্য, বিগত তিমমাসের মধ্যে তিনটি বাংলাদেশী জাহাজ ডোবার ঘটনা ঘটল। দুটি হলদি নদীতে আর এদিন হাতানিয়া দোয়ানিয়া নদীতে। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন এলাকা মৎসজীবী সংগঠনগুলি। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم