বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে জেলার বিভিন্ন ব্লকে পতিত জমিকে কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনৈতিক পরিকাঠামোর উন্নয়ন করতে চাইছে সরকার। বাঁকুড়া জেলায় এই প্রকল্পের সূচনা হল জেলার বিভিন্ন ব্লকে। রামনগর গ্রামের প্রবেশ পথে প্রায় ১৫০ বিঘা পতিত জমিকে কাজে লাগিয়ে আমবাগান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনিক ভাবে। মাটি সৃষ্টি প্রকল্পের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন বাঁকুড়া জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই আম বাগানটির জন্য নতুন করে ৪,৩৩২ শ্রমদিবস তৈরি হবে। এই উপকৃত হবেন এলাকার ১০০ দিনের শ্রমিকরা। শুধু এই গ্রামেই নয় ,বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে মাটি সৃষ্টি প্রকল্পের মাধ্যমে বাঁকুড়া জেলা জুড়ে কর্মদিশার অঙ্গ হিসেবে বিশেষ রোজগার দিবস তৈরি হবে। একদিকে জেলার সমস্ত পঞ্চায়েত এলাকায় নতুন করে ২০০ পরিবার ১০০ দিনের কাজ করবে বলেই জানাচ্ছে প্রশাসন।
إرسال تعليق
Thank You for your important feedback