শুক্রবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধির ডাকা বিজেপি বিরোধী দলগুলির ভিডিও বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মমতা নিজেই সাংবাদিকদের জানান, সোনিয়া ছাড়াও হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, এম কে স্ট্যালিনরা। সেখানে কোভিড নিয়ে আলোচনা হবে। কথা হবে বর্তমান পরিস্থিতি নিয়েও।জানা গিয়েচে, কোভিড মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চরম ব্যর্থতা রয়েছে আলোচ্যসূচিতে। সেইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের সমস্যা মেটাতে কেন্দ্রের ব্যর্থতা নিয়েও আলোচনা হবে। এই বৈঠকের সমন্বয় করছেন আমেদ প্যাটেল। ১০ জনপথ থেকে বৈঠক হবে।
إرسال تعليق
Thank You for your important feedback