সলমনের 'ভাই ভাই'

এবারের ঈদে ভাইজানের কোনও ফিল্ম রিলিজ করেনি। গত দশবছরে ঈদ উপলক্ষে সলমনের কোনও না কোনও ফিল্ম মুক্তি পেয়েছে। এবারের ঈদে তাঁর 'রাধেঃ ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের ঠেলায় তা পিছিয়ে গিয়েছে। তা সত্ত্বেও ভক্তদের চমক দিয়েছেন সলমন খান। আগেই দুটি গান রিলিজ করার পর এবারের ঈদে তিনি নতুন টাইটেল ট্রাক 'ভাই ভাই' প্রকাশ করেছেন। ঈদে সবার মঙ্গলকামনা করে সলমন বলেছেন, যেহেতু ছবি মুক্তি পেল না, তাই ভক্তদের জন্য একটা বিশেষ গান তৈরি করেছি। এর নাম 'ভাই ভাই' ঈদই এর প্রকাশের উপযুক্ত সময়। পানভেলে তাঁর ফার্মহাউসে সলমন হাতে গোনা জনা কয়েক কর্মীকে নিয়ে গানের শুটি করেছেন তিনি। তা প্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায়। লিখেছেন, ম্যায় নে আর সবকে লিয়ে কুছ বানায়া হ্যায়। দেখকে বাতানা বাতানা ক্যয়সা লগা। আপ সবকো ঈদ মোবারক। গানটিতে রয়েছে সব ধর্মের ভ্রাতৃত্ব এবং ঐক্যের বার্তা। ভগবানের চোখে সবাই সমান। এর আগে 'প্যার করোনা' আর 'তেরে বিনা' গান দুটি প্রকাশ করেছিলেন তিনি। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post