বেড়াতে গেলে টাকা দেবে সরকার

 
ছুটিতে বেড়াতে যাবেন? টাকা দেবে সরকার। করোনায় অর্থনৈতিক সঙ্কট কাটাতে নিম্ন আয়ের নাগরিকদের এমনই সাহায্য দিচ্ছে ইতালির সরকার। বুধবার সেদেশে চালু করা হয়েছে ছুটির বোনাস। তাতে বলা হয়েছে, ৫০০ ইউরো পর্যন্ত সরকারি সাহায্য পাবেন যারা ইতালির মধ্যেই ঘুরতে যাবেন। ইতালির পর্যটন শিল্পকে চাঙা করাই এর উদ্দেশ্য। এই শিল্পের ওপর নির্ভরশীল ইতালির ১৫ শতাংশ মানুষ। লকডাউনের জেরে তাদের মাথায় হাত। ইতালির পর্যটনমন্ত্রী দারিও ফ্রান্সেসচিনি জানিয়েছেন, শুধু তাই নয়, পর্যটন আবাস, বার এবং রেল্তোরাঁগুলিকেও কর ছাড় দেওয়া হচ্ছে। এই বোনাস পেতে হলে রয়েছে দুটি শর্ত। আবেদনকারীকে ইতালির বাসিন্দা হতে হবে। বিদেশিরা সুযোগ পাবেন না। দ্বিতীয়ত, আবেদনকারীদের বার্ষিক রোজগার ৪০ হাজার ইউরোর কম হতে হবে। ব্যক্তিগতভাবে, পরিবারগতভাবে, দম্পতিরা এই আবেদন করতে পারবেন। তবে টাকা দেওয়া হবে পরিবার হিসেবে, মাথাপিছু নয়।  একা গেলে পাবেন ১৫০ ইউরো, দুজনে গেলে ৩০০ ইউরো, পরিবার গেলে ৫০০ ইউরো পাবেন। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post