ডোমকলে ফের গোষ্ঠিদ্বন্দ্ব, আহত তিন তৃণমূলকর্মী

 
লকডাউনের মধ্যেই শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে ফের উত্তাল মুর্শিদাবাদের ডোমকল। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। কমবেশি জখম হয়েছে আরও কয়েকজন। এরা প্রত্যেকেই সক্রিয় তৃণমূলকর্মী বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে ডোমকল থানার ২ নং ওয়ার্ডের হরিডোবা এলাকায়। জখমদের ডোমকল হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। পরে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, একবছরের বেশি সময় ধরেই এলাকার যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছিল ডোমকলের জিৎপুর ফরেস্টে। ফলে এলাকাবাসীদের চরম সমস্যায় পড়তে হচ্ছে এই আবর্জনা ও জঞ্জালের জন্য। স্থানীয় প্রশাসন পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে না পারার জন্য ক্ষোভ তৈরি হয়েছিল এলাকাবাসীর মনে। কারণ দিন দিন ওই এলাকায় বসবাস করাই দুর্বিসহ হয়ে উঠছিল বলেই দাবি এলাকার মানুষদের। এই নিয়েই স্থানীয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর কোন্দল শুরু হয়। ওই এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী আর্বজনা ফেলা নিয়ে প্রতিবাদ করেন। টাউন সভাপতি কামরুজ্জামান মন্ডলের নামে তারা সরাসরি অভিযোগও করেছিলেন। এর জেরে শুক্রবার রাত থেকেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসকদলেরই দুটি গোষ্ঠী। সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন হাফিজুল মন্ডল (৩৮), বকতিয়ার আলম (৩২), মুজাম্মেল মন্ডল (৬৫)। এলাকায় যায় ডোমকল থানার বিশাল পুলিশবাহিনী। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শনিবার সকাল থেকেই এলাকা থমথমে। চলছে পুলিশি টহল।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post