‘রিল থেকে রিয়েলে’, দুঃস্থ মহিলাদের ন্যাপকিন বিলি ‘প্যাডম্যান’ অক্ষয়ের

রিল থেকে রিয়েল লাইফে অবতীর্ণ হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার। বছর দুয়েক আগে মহিলাদের পিরিয়ডস বা ঋতুস্রাব নিয়ে সচেতনতা প্রচারমূলক সিনেমা ‘প্যাডম্যান’ করেছিলেন। ঋতুস্রাবের দিনগুলিতে মহিলারা কীভাবে শারীরিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবে, সেটাই দেখানো হয়েছিল ওই সিনেমায়। এবার রিয়েল লাইফেও একই ভূমিকায় দেখা গেল অক্ষয় কুমারকে। যেন বাস্তব জীবনের ‘প্যাডম্যান’। এবার দুস্থ পরিবারের মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তের মহিলাদের হাতে তুলে দেওয়া হবে স্যানিটারি ন্যাপকিন। এই দায়িত্ব নিয়েছে  মুম্বইয়েরসমর্পণনামে এক সংগঠন। যাদের সঙ্গে যৌথভাবে কাজ করছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয়, এই লকডাউনের দিনে ওই সমস্ত মহিলাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতেও অনুরাগীদের কাছে আহ্বান করেছেন অক্ষয়। তিনি জানিয়েছেন, ‘করোনা তো আর ঋতুস্রাবকে থামায়নি? তাই দুঃস্থ পরিবারের মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিলি করার সিদ্ধান্ত নিয়েছি’।  দুঃস্থ পরিবারগুলির মহিলারা যাতে লকডাউনে ঋতুস্রাবের জন্য অসুস্থ হয়ে না পড়েন সেটা দেখাও একটা সামাজিক কর্তব্য বলে জানিয়েছেন তিনি। অক্ষয় নিজেই এই ব্যাপারে একটি ট্যুইট করে অনুরাগীদের কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, এই ব্যাপারে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের মহিলা সদস্যরা। যারা স্বামী ও সন্তানদের নিয়ে দীর্ঘপথ হেঁটেই বাড়ি ফিরছেন। তাঁদের কাছেই স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন সমর্পণনামে ওই সংগঠন। আক্ষয় কুমারও নিজেও ত্রাতার ভূমিকায় রাস্তায় নেমেছেন তাঁদের হাতে ন্যাপকিন পৌঁছে দিতে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم