দিঘার ঘোড়াগুলি


দিঘায় পর্যটকদের বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল হর্স রাইডিং। করোনার প্রভাবে লকডাউন ও তারপরে আমপানের প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত হর্স রাইডিং এর সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। দিঘার সমুদ্র সৈকতের একাংশ জুড়ে ছিল এই সমস্ত ঘোড়া রাখার জায়গা এবং তার একধারেই থাকতেন এই সমস্ত ঘোড়া মালিক বা ব্যবসায়ীরা।
লকডাউনের ফলে বন্ধ হয়ে যায় পর্যটকদের আসা। ফলে বন্ধ হয়ে যায় সমস্ত হর্স রাইডিংয়ের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের আয়। বেজায় সমস্যায় পড়েন তাঁরা। একদিকে রোজকার বন্ধ, অপরদিকে ঘোড়ার খোরাক যোগানো। এরই মাঝে আমপানের ঝড়ের ফলে ভেঙে যায় এই সমস্ত ঘোড়া রাখার জায়গার ছাউনি আর ব্যবসায়ীদের থাকার জায়গা।
এর ফলে অধিকাংশ হর্স রাইডিং এর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা তাদের ঘোড়া গুলিকে বাঁধনমুক্ত করে দেন এবং তারা সেখান থেকে চলে যায়। বর্তমানে এই ঘোড়াগুলি বেওয়ারিশের মতো ঘুরে বেড়াচ্ছে এলাকায়। খিদের জ্বালায় যখন তখন খাদ্যের সন্ধানে ঢুকে পড়ছে জনবসতিপূর্ণ এলাকায়। একদিকে যেমন বাড়িতে মজুত রাখা ঘর থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী এই মুহূর্তে হজম করে ফেলেছে এরা। যার জেরে অতিষ্ঠ এলাকাবাসী। আবার এদের মধ্যে বেশ কিছু ঘোড়ার পায়ে রয়েছে রক্তক্ষরণ
এলাকার বিধায়ক অখিল গিরি বলেন, এই ব্যাপারে আমরা প্রশাসনকে সমস্ত ঘটনা জানিয়েছি। এদের এক জায়গায় রাখা হবে। জায়গা খোঁজার কাজ চলছে। দু-একদিনের মধ্যে এই সমস্ত ঘোড়া গুলিকে যাতে একটি জায়গায় রাখা যায় এবং তাদের খাওয়ার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে ।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post