তিনদিন পরও আসেনি বিদ্যুৎ, দিকে দিকে অবরোধ-বিক্ষোভ-অগ্নিসংযোগ

আমফান পরবর্তী পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠছে বঙ্গে। তিনদিন পরও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা চালু করতে পারেনি স্থানীয় প্রশাসন। পাশাপাশি নেই পানীয় জল। দেখা নেই স্থানীয় কাউন্সিলরদের। এই পরিস্থিতিতে শনিবারও বিক্ষোভ, পথ অবরোধ, অগ্নি সংযোগের ঘটনার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। শনিবার সকালেই রণক্ষেত্রের চেহারা নিল ব্যারাকপুরের টিটাগড় এলাকা। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ করেন স্থানীয় মানুষজন। বাধা দেয় পুলিশ, মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট-পাথরের বৃষ্টি। পুলিশও লাঠিচার্জ করে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে উত্তেজিত জনতা দাঁড়িয়ে থাকা কয়েকটি লরিতে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে লরিগুলি। পরে পরিস্থিতি একটু নিয়ন্ত্রন হলে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন।
 আগুন নিয়ন্ত্রনে আসে ঘন্টাখানেক পর। ঘূর্ণিঝড়ের দাপটে লন্ডভন্ড কলকাতার বেশ কয়েকটি এলাকায় এখনও বিদ্যুৎ আসেনি। তিতি বিরক্ত এলাকাবাসী শনিবার সকাল থেকেই রাস্তায় নেমে আসেন। তিনদিন ধরে বিদ্যুৎ নেই কেন? প্রশ্ন তুলে যাদবপুরের সুলেখা মোড় অবরোধ স্থানীয় বাসিন্দারা। তুমুল বিশৃঙ্খলা এলাকায়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী। একই পরিস্থিতি দক্ষিণ কলকাতার বিজয়গড়, সূর্যনগর, নেতাজী নগর, বেহালা গড়ফা, সাঁপুইপাড়া এলাকায়। পথ অবরোধ হয় কলকাতার ১১৪, ১৩১ নম্বর ওয়ার্ডেও। বিদ্যুতের দাবিতে জায়গায় রাস্তায় নেমে প্রতিবাদ জানায় এলাকাবাসী। মহিলাদেরও দেখা গিয়েছে পথ অবরোধে সামিল হতে। উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামেও পথ অবরোধ হয়েছে বিদ্যুতের দাবিতে। হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে জল ও বিদ্যুতের দাবিতে পথ অবরোধ হয়েছে এদিন। এলাকাবাসীর দাবি, যতক্ষণ না বিদ্যুৎপরিষেবা ও পানীয় জলের ব্যবস্থা হচ্ছে তাদের এই বিক্ষোভ চলবে। 

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم