বাংলায় ২৬ মে পর্যন্ত শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর অনুরোধ রাজ্যের



আগামী কয়েকদিন আমফানের জেরে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণের কাজে ব্যস্ত থাকবে প্রশাসন। তাই আপাতত পরিযায়ী শ্রমিকদের স্বাগত জানানোর মতো পরিস্থিতি নেই রাজ্যে। এই মর্মে রেলবোর্ডকে চিঠি দিয়ে আগামী কয়েকদিন শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর অনুরোধ করল নবান্ন। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা রেলবোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, জেলা প্রশাসন এখন ত্রাণ ও উদ্ধারকার্জে ব্যস্ত, তাই এখনই বিশেষ ট্রেনকে স্বাগত জানাতে পারব না কয়েকদিন। দয়া করে ২৬ মে অবধি ট্রেন চালাবেন না। উল্লেখ্য, ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের স্টেশন থেকে নিজের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য বাস ও অন্যান্য পরিবহনের ব্যবস্থা করে রাজ্য সরকার। পাশাপাশি শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষাও করে প্রয়োজনে নমুনা সংগ্রহ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। আমফানের জেরে দক্ষিণবঙ্গের বিস্তৃর্ণ এলাকা এখন তছনছ। এই পরিস্থিতে রাজ্যে এখনই কোনও শ্রমিক স্পেশাল ট্রেন না পাঠানোর অনুরোধ করল রাজ্য। উল্লেখ্য, এর আগে গন্তব্য রাজ্যে এই ট্রেন পাঠানোর জন্য অনুমতি লাগতো। কিন্তু বর্তমানে এই অনুমতি আর লাগবে না বলেই জানিয়ে দিয়েছে রেলমন্ত্রক। ফলে এখন দেখার রেলবোর্ড রাজ্যের অনুরোধ রেখে শ্রমিক স্পেশাল ট্রেন পাঠানো স্থগিত করে কিনা।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم