অবশেষে আজই বন্দে ভারতের প্রথম বিমান আসছে কলকাতায়



লকডাউনে বন্দি হয়ে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে কেন্দ্রীয় সরকার শুরু করেছিল ‘বন্দে ভারত মিশন’। এই নিয়েও পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। রাজ্যের দাবি ছিল, এই রাজ্যের নাগরিকদের জন্য কোনও বিমানের ব্যবস্থা করেনি কেন্দ্র। এরপরই টানাপোড়েন শুরু হয় কেন্দ্র-রাজ্যের। অবশেষে বরফ গলল, সোমবারই বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতায় নামছে বন্দে ভারত মিশনের প্রথম বিমান। সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার ওই বিশেষ বিমানে যাত্রী থাকবেন ১৬৯ জন। এরমধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন। কেন্দ্রীয় বিদেশমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক আটকে রয়েছেন।


তাই দেশে ফেরার আবেদনও অনেক। এই পরিস্থিতিতে কাদের কাদের আনা হবে, সেটা ঠিক করতে কালঘাম ছুটেছে ভারতীয় দূতাবাসের। শেষ পর্যন্ত একমাত্র যাদের ঘরে ফেরা অত্যন্ত জরুরী তাঁদেরই ঠাঁই হয়েছে কলকাতাগামী প্রথম বিমানে। জানা যাচ্ছে, ১৬৯ যাত্রীর মধ্যে ৭৩ জন পড়ুয়া, ৪৫ জন পর্যটক, ১৬ জন বয়স্ক ব্যক্তি রয়েছেন। এছাড়াও ১৬জন অসুস্থ ব্যক্তি রয়েছেন এই তালিকায়, যারা চিকিৎসার প্রয়োজনে ভারতে আসতে চাইছেন। পশ্চিমবঙ্গের ২০টি জেলার মানুষ এদিন ঢাকা থেকে কলকাতা বিমানবন্দরে নামবেন। তাঁদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হবে বলেই জানা গিয়েছে।

Post a Comment

Thank You for your important feedback

أحدث أقدم